ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

বাকৃবিতে চিত্রকর্ম প্রদর্শনী

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৬, নভেম্বর ২৫, ২০১৬
বাকৃবিতে চিত্রকর্ম প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী হয়েছে।

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী হয়েছে।

 


শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।



সৌখিন চিত্রশিল্পীদের সংগঠন ক্যানভাসের উদ্যোগে প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর মোট ৭৫টি চিত্রকর্ম স্থান পায়।

প্রদর্শনীর আহ্বায়ক ছিলেন প্রদীপ বিশ্বাস। আয়োজনে সহযোগিতা করেন শোভন, বিরাজ রয়, তুলেশ, সুস্ময়, সুস্মিতা, অমি ও জিনিয়া প্রমুখ।

প্রদর্শনীটি রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।