ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৮, নভেম্বর ২৫, ২০১৬
বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো’ স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৬ উপলক্ষে বরিশালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

বরিশাল: ‘রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো’ স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৬ উপলক্ষে বরিশালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম।

এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, নারী সংগঠক হাসিনা বেগম, কায়সার পারভীন, নাসরিন আক্তার, আনোয়ার জাহিদ, ডা. সৈয়দ হাবিবুর রহমান, শুভঙ্কর চক্রবর্তী, রনজিৎ দত্ত প্রমুখ।

বক্তারা রাজনৈতিক দলগুলোর প্রতি নারী নির্যাতনকারীদের কোনো ধরনের সহায়তা না দিতে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।