ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

শার্শায় অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, নভেম্বর ২৪, ২০১৬
শার্শায় অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

যশোরের শার্শা উপজেলার পল্লী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মোতাজ্জুল মোড়ল অরফে মুন্না (২৬) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার পল্লী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মোতাজ্জুল মোড়ল অরফে মুন্না (২৬) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহিশাকুড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুন্না মহিশাকুড়া গ্রামের হারান মোড়লের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিশাকুড়া গ্রামের একটি বাগানে অভিযান চালানো হয়। এসময় একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও একটি ম্যাগজিনসহ তাকে গ্রেফতার করা হয়।

শার্শা থানার উপ পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বাংলানিউজকে জানান, মুন্নার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, মুন্নার নামে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এজেডএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।