ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

দৌলতপুরে প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতামূলক সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, নভেম্বর ২৪, ২০১৬
দৌলতপুরে প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতামূলক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রতিবন্ধিতা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে দৌলতপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ডিজেবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের (ডিআরআরএ) উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।



আয়োজক সংস্থার সহকারী পরিচালক দেবেশ দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দূর্জয়।

স্যোশাল মিডিয়া ক্যাম্পেইনের দিনব্যাপী এ সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোজাম্মেল হক তোজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. তৌফিক হোসেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন।  

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- নিকেতন দি নেদারল্যান্ডস সেক্রেটারি দাতা সংস্থার প্রতিনিধি এন্থোনিয়েত থার্মোসুইজেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।