ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর রাখছে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, নভেম্বর ২৪, ২০১৬
দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর রাখছে সরকার

আশুলিয়ার লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজ-খবর রাখছে সরকার।

ঢাকা: আশুলিয়ার লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দগ্ধ রোগীদের চিকিৎসার খোঁজ-খবর রাখছে সরকার।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে ঢামেকে দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা তদন্ত করে দেখবো, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দগ্ধদের চিকিৎসার সবরকম ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এখানকার চিকিৎসকরা তাদের সর্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসায় কোনো প্রকার ত্রুটি যেনো না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। তাদের চিকিৎসার জন্য সব ধরনের ওষুধের ব্যবস্থা এখানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এজেডএস/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।