ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

মাগুরায় যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, নভেম্বর ২৪, ২০১৬
মাগুরায় যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরায় চাঞ্চল্যকর চরমপন্থি নেতা রওশন ও আবদুস ছাত্তার হত্যা মামলায় যাবজ্জীবন সাজার আদেরপ্রাপ্ত আসামি আবুল কালাম (৬৫) আদালতে আত্মসমর্পণ করেছেন।

মাগুরা: মাগুরায় চাঞ্চল্যকর চরমপন্থি নেতা রওশন ও আবদুস ছাত্তার হত্যা মামলায় যাবজ্জীবন সাজার আদেরপ্রাপ্ত আসামি আবুল কালাম (৬৫) আদালতে আত্মসমর্পণ করেছেন।

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

আবুল কালামের বাড়ি মাগুরা সদর উপজেলার সাচানি গ্রামে। তিনিও চরমপন্থি সর্বহারা পার্টির সদস্য।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ ফিরোজুর রহমান জানান, ১৯৯০ সালের ২১ ডিসেম্বর সদর উপজেলার দোড়ামথনা গ্রামের সর্বহারা পার্টির নেতা রওশন মোল্যা ও তার সঙ্গী শালিখা উপজেলার তেঘরিয়া গ্রামের আবদুস ছাত্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।

পরদিন সকালে পার্শ্ববর্তী মালঞ্চী গ্রামের মাঠে তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় রওশনের স্ত্রী ভানু বিবি বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৬ বছর পর মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসাইন ২ নভেম্বর অভিযুক্ত আমানত ও আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এ মামলার বাকি আসামিদের বেকসুর খালাস দেন।

খালাসপ্রাপ্তরা হলেন- বিএনপি নেতা আলী আহাম্মেদ বিশ্বাস, খবির আহাম্মদ, কবির হোসেন, আলীম, কামালউদ্দিন, আপান ও আবু রুস্তম।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।