ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

বামনায় হানাদার মুক্ত দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৫, নভেম্বর ২৪, ২০১৬
বামনায় হানাদার মুক্ত দিবস পালিত

বরগুনার বামনায় ৠালি ও সভার মধ্য দিয়ে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস।  

বরগুনা: বরগুনার বামনায় ৠালি ও সভার মধ্য দিয়ে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস।  

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বামনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি ৠালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদে গিয়ে শেষ হয়।

 

এ সময় বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন হাওলাদার‌, বরগুনা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, বামনা উপজেলা মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন, ডেপুটি কমান্ডার সুবেদার অবসর তোফায়েল আহমেদ, পাথরঘাটা উপজেলার মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ২৪ নভেম্বর পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা জহির শাহ আলমগীর ওরফে টুআইসি আলমগীরের কাছে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর মধ্যমে হানাদারমুক্ত হয় বামনা উপজেলা।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।