ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৩, নভেম্বর ২৪, ২০১৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৩

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৩ মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ডিবির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী বাংলানিউজকে এ তথ্য জানান।

ঢাকা: মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৩ মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ডিবির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

আটকের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩শ’ ৭৮ পিস ইয়াবা, ৫৯ গ্রাম ও ২৯৭ পুরিয়া হেরোইন, ৭ কেজি ৬১০ গ্রাম ১৩২ পুরিয়া গাঁজা, ৬৮ বোতল ফেনসিডিল, ২ হাজার ১০ পিস চেতনানাশক ট্যাবলেট, ২শ’ ২৫ ক্যান বিয়ার ও ২শ’ ৫ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এসটি/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।