ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

রাসিকের হোল্ডিং ট্যাক্স ‘ফি’ সহনীয় করতে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, নভেম্বর ২৩, ২০১৬
রাসিকের হোল্ডিং ট্যাক্স ‘ফি’ সহনীয় করতে স্মারকলিপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সহনীয় পর্যায়ে নির্ধারণ করার দাবিতে স্মারকলিপি দিয়েছে নাগরিক সমন্বয় কমিটি।

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও সাইনবোর্ড ফি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে সহনীয় পর্যায়ে নির্ধারণ করার দাবিতে স্মারকলিপি দিয়েছে নাগরিক সমন্বয় কমিটি।

বুধবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন কমিটির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী নাগরিক সমন্বয় কমিটির আহ্বায়ক প্যানেলের সদস্য সামসুদ্দিন, কমিটির সদস্য সচিব ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, ভাষাসৈনিক মোশারফ হোসেন আখুঞ্জি, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর আলী, ব্যবসায়ী সমন্বয় পরিষদের সহ-সভাপতি মাহবুব আলম, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহম্মদ খান, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুকু প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, রাজশাহীতে ব্যবসা বাণিজ্য, শিল্প কল-কারখানা তেমন নেই বললেই চলে। বেশ কিছু বড় শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সীমিত আয়ের মানুষ ছোট ছোট দোকান এবং মেস ভাড়া দিয়ে সংসার চালায়। এ অবস্থায় রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র মন্ত্রণালয় কর্তৃক গত ৩১ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনের অপব্যাখ্যা দিয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা ছাড়াই হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, সাইনবোর্ড ফি অস্বাভাবিক হারে বাড়িয়েছেন।

যা প্রদান করা সীমিত আয়ের নাগরিকদের আর্থিক সক্ষমতার বাইরে। তাই বিষয়টির দিকে দৃষ্টি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।