ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে জুয়া আসর থেকে চার এজেন্ট আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, নভেম্বর ১৬, ২০১৬
সিলেটে জুয়া আসর থেকে চার এজেন্ট আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেটে জুয়ার আসর থেকে চার এজেন্টকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিলেট: সিলেটে জুয়ার আসর থেকে চার এজেন্টকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে নগরীর লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জেলার দক্ষিণ সুরমা মোগলাবাজার রায়পুর গ্রামের এলাই মিয়ার ছেলে জামিল হোসেন (২৭) ও ঘাসিটুলার মঈন উদ্দিন আহমদের ছেলে জাহেদ আহমদ (২৫), কিশোরগঞ্জের অষ্টগ্রামের সোনাদিঘীর পূর্বপাড়ের মৃত হিরণ মিয়ার ছেলে খায়রুল ইসলাম (২৫), একই জেলার খয়ারপুর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে আরজ মিয়া (৪৮)।

তথ্যের সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ্‌ বাংলানিউজকে বলেন, জুয়ার আসর থেকে তীর-ধনুক ও নগদ ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ ক‍রা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এনইউ/জিপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।