ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে সিগারেট কোম্পানির পরিবেশককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, নভেম্বর ১৬, ২০১৬
মেহেরপুরে সিগারেট কোম্পানির পরিবেশককে জরিমানা

মেহেরপুরে সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সচেতনতামূলক আপডেট কোনো সচিত্র বিজ্ঞাপন না থাকায় কোম্পানির পরিবেশককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এক হাজার ২০০ শলাকা সিগারেট বিনষ্ট করা হয়।

মেহেরপুর: মেহেরপুরে সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সচেতনতামূলক আপডেট কোনো সচিত্র বিজ্ঞাপন না থাকায় কোম্পানির পরিবেশককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এক হাজার ২০০ শলাকা সিগারেট বিনষ্ট করা হয়।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল মেহেরপুর শহরের কলেজ মোড়ে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক দেশ ট্রেডার্সের মালিককে এ জরিমানা করেন।

রামানন্দ পাল বাংলানিউজকে জানান, সিগারেটের প্যাকেটের গায়ে স্বাস্থ্য সম্পর্কিত আপডেট কোনো সচিত্র বিজ্ঞাপন না থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া এক হাজার ২০০ শলাকা সিগারেট বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।