ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, নভেম্বর ১৬, ২০১৬
সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাসুম আহমদ (১৮) নামে এক সাইকেল আরোহী  নিহত হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট: সিলেটে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাসুম আহমদ (১৮) নামে এক সাইকেল আরোহী  নিহত হয়েছেন।

 

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম জেলার দক্ষিণ উপজেলার লালাবাজার ইউনিয়নের হিলু বধুহাজী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ভ্যান সিলেট-ন-১১-০৪২৯ ঘটনাস্থলে পৌঁছে বিপরীতগামী মোটরসাইকেলকে (সিলেট-এ-১১-১৭৩৫) ধাক্কা দিলে মাসুম আহমদ গুরুতর আহত হন।

এ সময় মাসুমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ খবর নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর পিকআপ ভ্যান চালক পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এনইউ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।