ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

নবাবগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, নভেম্বর ১৬, ২০১৬
নবাবগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পারিবারিক জমি ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই পবিত্র বিশ্বাসের (৩৫) বাঁশের আঘাতে বড় ভাই ফালান বিশ্বাস (৫০) নিহত হয়েছেন।

নবাবগঞ্জ, ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পারিবারিক জমি ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই পবিত্র বিশ্বাসের (৩৫) বাঁশের আঘাতে বড় ভাই ফালান বিশ্বাস (৫০) নিহত হয়েছেন।

 

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা নয়নশ্রী ইউনিয়নের ছোট তাশুল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

তারা ওই গ্রামের মৃত হীরালাল বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে পারিবারিক জমি-জমার বন্টন নিয়ে দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই বাঁশ দিয়ে বড় ভাই ফালানের মাথায় আঘাত করেন। এসময় ফালান জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনার পর থেকে পবিত্র বিশ্বাস পলাতক রয়েছে বলে জানা গেছে। তবে তাকে আটক করতে অভিযান শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।