ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, নভেম্বর ১৬, ২০১৬
ময়মনসিংহে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে নিউ আল বারাকা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ: ময়মনসিংহে নিউ আল বারাকা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনবিহীন এ সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন নগরীর চরপাড়া মোড় এলাকার এ অভিযান পরিচালনা করেন।

বাংলানিউজকে তিনি জানান, প্রাইভেট হাসপাতালটিতে জীবন রক্ষাকারী মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পাওয়া যায়। এছাড়া এখানে নেই কোনো ল্যাব টেকনেশিয়ান, চিকিৎসক বা নার্স।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে হাসপাতাল সংশ্লিষ্টরা পালিয়ে যান। তবে রুহুল নামে একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান এরশাদ উদ্দিন।

একই এলাকায় অপর এক অভিযানে লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে কসমিক মেডিকেল সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬

এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।