ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে ২১ জুয়াড়ির জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, নভেম্বর ৯, ২০১৬
কেরানীগঞ্জে ২১ জুয়াড়ির জরিমানা

কেরানীগঞ্জে ২১ জুয়াড়িকে ১০০ টাকা করে দুই হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে ২১ জুয়াড়িকে ১০০ টাকা করে দুই হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- শফিক, হাজী আশরাফ, আব্দুর রশিদ, আব্দুল হাকিম, শহিদ, কবির হোসেন, ফজলুল হক, মো. ভুলু, সাকিব, রিয়াদ হোসেন, কবির হোসেন, সুমন, মো. রিন্টু, ফরিদ, সোহেল, সাজ্জাদ, সুমন, আব্দুর রহিম, মোকলেস, আব্দুর সালাম ও মুন্না শেখ।

সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার বাংলানিউজকে বলেন, বিকেলে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ওই ২১ জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। এসময় তারা দোষ স্বীকার করায় এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।