ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ৭ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, নভেম্বর ৯, ২০১৬
পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ৭ বছরের কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলায় মিরাজ শেখ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলায় মিরাজ শেখ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।


 
বুধবার (৯ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত মিরাজ সদর উপজেলার ঝাটকাঠি এলাকার মৃত আলতাফ শেখের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ মার্চ বিকেলে সদর উপজেলার ঝাটকাঠি এলাকার মোদন দেব নাথের বাড়ির সামনে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ মিরাজকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

একই দিন রাতেই র‌্যাব-৮ এর ডিএডি মো. ইসলাম উদ্দিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই বছরের ২৮ মার্চ মামলাটির তদন্ত শেষে পুলিশ মিরাজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে ৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১০৮১ ঘণ্টা, ০৯, ২০১৬
আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।