ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ধামইরহাটে কলেজ শিক্ষকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৮, নভেম্বর ৯, ২০১৬
ধামইরহাটে কলেজ শিক্ষকের জরিমানা

নওগাঁর ধামইরহাটে ভুয়া জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরির অপরাধে আতিকুল ইসলাম (৪০) নামে এক কলেজ শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে ভুয়া জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরির অপরাধে আতিকুল ইসলাম (৪০) নামে এক কলেজ শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউজ্জামান এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আতিকুল ইসলাম জেলার ধামইরহাট মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রাতে ধামইরহাট টিঅ্যান্ডটি মোড়ের আতিক ফটোস্ট্যাট নামে একটি দোকানে জাল পরিচয়‍পত্র তৈরি করছিলেন আতিকুল। খবর পেয়ে রাত ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে আতিকুলকে আটক করে পুলিশ। এসময় ওই দোকন থেকে বেশকিছু ভুয়া আইডি কার্ড ও জাল জন্মসনদ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।