ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

শেষের দিকে ভোটগ্রহণ, ফলাফলের অপেক্ষায় হিলারি-ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৬, নভেম্বর ৮, ২০১৬
শেষের দিকে ভোটগ্রহণ, ফলাফলের অপেক্ষায় হিলারি-ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোটগ্রহণের সময় ধীরে ধীরে শেষ হয়ে আসছে। সবশেষ খবর অনুযায়ী দেশটির কেন্টাকিসহ ছয়টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন কেবল নির্বাচনের ফলাফল দেখার পালা।

ঢাকা: যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোটগ্রহণের সময় ধীরে ধীরে শেষ হয়ে আসছে। সবশেষ খবর অনুযায়ী দেশটির কেন্টাকিসহ ছয়টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে।

এখন কেবল নির্বাচনের ফলাফল দেখার পালা।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল থেকে একযোগে ৫০ অঙ্গরাজ্য ও এক ফেডারেল ডিস্ট্রিক্টে ভোটগ্রহণ শুরু হয়। রাজ্যভেদে সকাল ৬টা থেকে ৭টার মধ্যে এ ভোটগ্রহণ শুরু হয়।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ভোটারদের বিপুল সাড়ার খবর দেয় সংবাদমাধ্যম। কিছু কিছু স্থানে দীর্ঘ লাইনের খবরও উঠে আসে সংবাদমাধ্যমে।

এদিকে নিউইয়র্কের জাভিটস সেন্টার থেকে ভোটের ফলাফল তদারকি করবেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। অপর দিকে ট্রাম্প টাওয়ারে বসে ভোটের ফলাফল তদারকি করবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।