ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

কাফরুলে গৃহবধূর মরদেহ উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, নভেম্বর ৮, ২০১৬
কাফরুলে গৃহবধূর মরদেহ উদ্ধার 

রাজধানীর কাফরুলের উত্তর ইব্রাহীমপুরে ফারজানা আকতার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৮ নভেম্বর) রাতে কাফরুল থানার...

ঢাকা: রাজধানীর কাফরুলের উত্তর ইব্রাহীমপুরে ফারজানা আকতার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
 
মঙ্গলবার (০৮ নভেম্বর) রাতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মাদ শামীম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ফারজানার স্বামীর নাম মো. মাসুম (৩০)। তাদের তিন বছর বয়সী একটা ছেলে রয়েছে।  
  
তিনি জানান, উত্তর ইব্রাহীমপুরের মুন্সীবাড়ি সড়কের ৪০৫/১ নম্বর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ ফারজানার মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
‘তবে এটা আত্মহত্যা না খুন সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তর জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ’
 
বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
জিএমএন/এসটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।