ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

ট্রাম্পের ছেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, নভেম্বর ৮, ২০১৬
ট্রাম্পের ছেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগ

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। 

ঢাকা: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।  

নিউইয়র্ক ম্যাগাজিন বলছে, এ ধরনের আচরণবিধি ভঙ্গের কারণে সর্বোচ্চ এক হাজার ডলার জরিমানা ও এক বছর জেলের বিধান রয়েছে।

আচরণবিধি ভঙের বিষয়ে জানা যায়, মঙ্গলবার (০৮ নভেম্বর) ভোটের দিন নিজের ব্যালট পেপারের ছবি তোলেন ট্রাম্প পুত্র এরিক। এতে সবকিছু ঠিক থাকলেও ঝামেলা বাধে পরবর্তী ‘কাণ্ডে’। কারণ তিনি যে তার বাবাকে ভোট দিয়েছেন তা বিশ্ববাসীকে জানাতে সেই ছবি টুইটারে পোস্ট করে দেন।

টুইটে এরিক লেখেন, বাবাকে ভোট দিতে পারা অবর্ণনীয় সম্মানের! যুক্তরাষ্ট্রের জন্য তিনি (ডোনাল্ড) সত্যিই মহান কাজ করেছেন!

বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে বির্তকের জন্ম দেয়। যদিও পরবর্তীতে তিনি তা সরিয়ে (ডিলেটি) নেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।