ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

১০ টাকা কেজি চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্যের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, নভেম্বর ৮, ২০১৬
১০ টাকা কেজি চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্যের জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে দশ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগে এনামুল হক নামে এক ইউপি সদস্যকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে দশ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগে এনামুল হক নামে এক ইউপি সদস্যকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এনামুল হক উপজেলার গোহাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও ছালনা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ জরিমান করেন।

শাফিউল ইসলাম বাংলানিউজকে জানান, ইউপি সদস্য এনামুল হক হতদরিদ্রদের নামে ১১টি ভুয়া কার্ড তৈরি করে চাল উত্তলন করে আসছিলেন। কার্ডে হত দরিদ্রদের নাম থাকলেও ছবির মিল ছিলো না।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত-নাতে আটক করে ৩০ হাজার টাকা জরিমান করা হয়।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।