ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

কানাডায় ডিএন‌এ টেস্ট, তামিম চৌধুরীর পরিচয় শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, নভেম্বর ৮, ২০১৬
কানাডায় ডিএন‌এ টেস্ট, তামিম চৌধুরীর পরিচয় শনাক্ত

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি তামিম চৌধুরীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মঙ্গলবার (৮ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করেন। এছাড়া ডিএমপির ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়েছে।

ঢাকা: নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি তামিম চৌধুরীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করেন।

এছাড়া ডিএমপির ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়েছে।

মাসুদুর রহমান জানান, নিহত হওয়ার পর প্রাথমিকভাবে তাকে তামিম চৌধুরী হিসেবে চিহ্নিত করে পুলিশ। পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়। সেই নমুনা পরে কানাডায় পাঠানো হয়। কানাডায় অবস্থানরত তার পিতা ও বোনের ডিএনএ নমুনার সঙ্গে তুলনামূলক পরীক্ষা করা হয়। পরীক্ষায় তামিম চৌধুরী প্রকৃতপক্ষে ‘তামিম চৌধুরী’ই বলে নিশ্চিত হওয়া গেছে।

গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশের সাথে গুলি বিনিময়কালে নিহত হয় জঙ্গি তামিম। তামিম ছিল নব্য জেএমবির মূল হোতা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।