ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, নভেম্বর ৮, ২০১৬
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু

রাজধানীর নাখালপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে খাদিজা আক্তার ডলি (১৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ডলি হবিগঞ্জ লাখাই উপজেলার আব্দুল আওয়ালের মেয়ে। ডলি পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের রেল কলোনিতে ভাড়া থাকতেন।

ঢাকা: রাজধানীর নাখালপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে খাদিজা আক্তার ডলি (১৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

নিহত ডলি হবিগঞ্জ লাখাই উপজেলার আব্দুল আওয়ালের মেয়ে।

ডলি পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের রেল কলোনিতে ভাড়া থাকতেন।

মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, নাখালপাড়া রেললাইন এলাকায় পোশাক কারখানায় যাওয়ার পথে দ্রুত রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাশেদ জানান, নাখালপাড়া এলাকায় পরপর বিপরীত দিক থেকে আসা দু’টি ট্রেন অতিক্রম করার সময় কাটা পড়ে নিহত হন ডলি।

এ ঘটনায় পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজেডএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।