ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনায় ১৪৫ পুলিশ সদস্যের পদোন্নতি

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, নভেম্বর ৫, ২০১৬
খুলনায় ১৪৫ পুলিশ সদস্যের পদোন্নতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা:  খুলনায় ১শ’ ৪৫ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে পদোন্নতি দেওয়া হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) খুলনা জেলা পুলিশ কর্নারে জেলার পুলিশ সুপার (এসপি) মো. নিজামুল হক মোল্যা তাদের পদোন্নতি দেন।

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত পুলিশ বাহিনীর জনবল বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই পদোন্নতি। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা ২০১৫ সালে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৬ সালে পদোন্নতির অপেক্ষমান ছিলেন।

পদোন্নতি প্রাপ্তদের মধ্যে নায়েক হতে এএসআই পদে দুইজন, কনস্টেবল হতে এটিএসআই পদে পাঁচজন, এএসআই হতে এসআই পদে ২৬ জন এবং কনস্টেবল/নায়েক হতে এএসআই পদে ১শ’ ১২ জন রয়েছেন।

এসপি নিজামুল হক পদোন্নতিপ্রাপ্ত অফিসারদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা দেন। সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করার আহ্বান জানান।

দেশের ভাবমূর্তি রক্ষাসহ আইন-শৃংখলা রক্ষার জন্য সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য কঠোর নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমআরএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।