ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গফরগাঁওয়ে জাতীয় সমবায় দিবসে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, নভেম্বর ৫, ২০১৬
গফরগাঁওয়ে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘সমবায়ের দর্শন, টেকসই উন্নয়ন’ এ শ্লোগান নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪৫তম জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে বের হওয়া এ র‌্যালিটি পৌরসভার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডু।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ শামছুল আরেফিন।

বাংলাদেশ সময় ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমএএএম/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।