ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে মাদক ও জঙ্গিবিরোধী আলোচনা সভা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, নভেম্বর ৫, ২০১৬
রূপগঞ্জে মাদক ও জঙ্গিবিরোধী আলোচনা সভা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ও জঙ্গিবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) দুপুরে উপজেলার যাত্রামুড়া এলাকার লায়ন মুহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মারুফ শারমিন স্মৃতি সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মুজাম্মেল হক ভূঁইয়া।

আরও উপস্থিত ছিলেন, হাজী এখলাছ উদ্দিন ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল্লাহ ভুইয়া, সাংবাদিক আলম হোসেন, মনির হোসেন মনু, মকবুল হোসেন, এ হাই মিলন, আবুল কালাম শাকিল, খলিল সিকদার, সাত্তার আলী সোহেল, নজরুল ইসলাম, জিএম সহিদ, আশিকুর রহমান হান্নান, এসএম শাহাদাত, জাহাঙ্গীর আলম হানিফ, এম এ মোমেন, শফিকুল আলম ভূঁইয়া প্রমুখ।

সভায় মাদক নির্মূল ও জঙ্গিবিরোধী কর্মসূচি নিয়ে কাজ করতে সব শ্রেণি পেশার মানুষকে আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এনটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।