ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গোলাপগঞ্জে অস্ত্রসহ দুই ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, নভেম্বর ৫, ২০১৬
গোলাপগঞ্জে অস্ত্রসহ দুই ডাকাত আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসহ মতিউর রহমান সুজন (২৫) ও ফয়ছল আহমদ (২২) নামে দুই ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে পাইপগান, কার্তুজ, রামদা জব্দ করে।

শনিবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার রানাপিং বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদ ছিলো তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।

আটক সুজন সিলেটের জকিগঞ্জ উপজেলার নোয়াগ্রামের মানিক মিয়ার ছেলে ও ফয়ছল একই উপজেলার লামাগ্রামের ইসলাম উদ্দীনের ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী বাংলানিউজকে জানান, দুই ডাকাতকে আটক করা হলেও তাদের সহযোগী আরও ৫-৬ জন পালিয়ে গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার‍া অপরাধ স্বীকার করেছে এবং তাদের তথ্য অনুযায়ী পলাতকদের আটকের চেষ্টা চলছে, যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এনইউ/জিপি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।