ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

৪ নম্বর সংকেত, অগ্রসর হচ্ছে ‘নাডা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, নভেম্বর ৫, ২০১৬
৪ নম্বর সংকেত, অগ্রসর হচ্ছে ‘নাডা’

ঢাকা: বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপ ‘নাডা’ ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর কারণে আগের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থেকে ৪ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্রবন্দরগুলোকে।

শনিবার (০৫ নভেম্বর) বেলা দেড়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ বাংলানিউজকে বলেন, নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শক্তি সঞ্চয় করছে। এর কারণে ৪ নম্বর সর্তকর্তা সংকেত দেখাতে বলা হয়েছে।

নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাংশে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

**বাংলাদেশে ‘নাডা’ আঘাত করবে কিনা জানা যাবে শনিবার

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।