ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢামেকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আতিকের ৪ দিনের রিমান্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, নভেম্বর ৩, ২০১৬
ঢামেকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আতিকের ৪ দিনের রিমান্ড

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনসার সদস্য কর্তৃক তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া আনসার সদস্য আতিকুর রহমান আতিককে চারদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আসামি আতিককে বর্তমানে থানা হাজতে রাখা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজেডএস/ওএইচ/আরআই

**
ঢামেকে তরুণী ধর্ষণের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।