ঢাকা: বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টা। ২৯ টয়েনবি সার্কুলার রোড, দৈনিক বাংলা মোড়, মতিঝিল।
তো কী হয়েছে? ‘পার্কিং নিষেধ’ লেখা সাইনবোর্ডের গা ঘেঁষে সাদা রংয়ের একটি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি চালক শহীদুল ইসলাম জানালা খুলে মনের আনন্দে বাতাস খাচ্ছেন। অথচ পাশের ভবনের বেজমেন্টে রয়েছে গাড়ি পার্কিংয়ের সু-ব্যবস্থা।

বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত-এ দুই ঘণ্টা সাধারণত অফিস ফেরত মানুষের ভিড় থাকে রাস্তায়। কিন্তু অর্ধদিবস কর্মঘণ্টা হওয়ার কারণে বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিকেল ৪টার পর মতিঝিলে মানুষের ভিড় ছিল কম। খুব একটা যানজট ছিল না। রাস্তা ছিল মোটামুটি ফাঁকা।

ফলে যান চলাচল ও পথচারীর হাঁটার জন্য যে সড়ক ও ফুটপথ, তার ৫০ ভাগই বেদখল! জনদুর্ভোগের জন্য আর কী চাই?
দৈনিক বাংলা মোড় থেকে শাপলা চত্বরে যাওয়ার সময় ৭৯ মতিঝিল বাণিজ্যিক এলাকায় রীতিমত ‘কারওয়ান বাজার’ এসে হাজির। সড়কের বড় অংশ জুড়ে বসেছে কাঁচাবাজার।

শুধু কী তাই? বড় বড় খাঁচা ভরে দেশি-বিদেশি মুরগি সড়কের একেবারে মাঝখানে নিয়ে রাখা হয়েছে। এক মহিলা তো চারটি আস্ত মুরগি সড়কের উপরই জবাই করে পরিষ্কারের জন্য বসে গেছেন। কাস্টমারের জন্য এই সেবাটুকু রাজধানীর সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় তিনি দিয়ে যাচ্ছেন কোনো বাধ-বিঘ্ন ছাড়াই!
শুক্রবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি ৬দিনই মতিঝিলের এই সড়কে কাঁচা বাজার বসে। মতিঝিলে জনদুর্ভোগ উৎপাদনে অস্থায়ী এই কাঁচা বাজারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে!
গণপরিবহনের চালকরাও কম যান না। বৃহস্পতিবার বিকেলে অপেক্ষাকৃত ফাঁকা রাস্তায় শৃ্ঙ্খলা মেনে চললে কোনো যানজট হতো না। কিন্তু অভ্যাসগত কারণে ফাঁকা রাস্তায়ও এলোমেলোভাবে গাড়ি রেখে কৃত্রিম যানজট সৃষ্টি করছেন তারা। কিছু কিছু ক্ষেত্রে যাত্রীদের অবিবেচনা প্রসূত আচরণ আধা ছুটির দিনেও যানজটের সৃষ্টি করছে।
সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইত্তেফাক মোড় থেকে আসা একটি গাড়ি শাপলা চত্বরে আড়া-আড়িভাবে দাঁড়ায়। ফলে কিছুক্ষণের জন্য এ স্থানে দেখা দেয় তীব্র যানজট!
মিরপুর যাওয়ার জন্য বাসের অপেক্ষায় থাকা নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সড়কে সৃষ্ট যানজট যতটা না গাড়ির চাপে, তার চেয়েও বেশি গাড়ি চালকের খাম-খেয়ালিপনা ও নিয়ম না মানার অভ্যাসের কারণে।
সন্ধ্যা ৬টায় এক পসলা বৃষ্টি মতিঝিল এলাকায় জনদুর্ভোগ অনেকটা বাড়িয়ে দেয়। কিন্তু এটি প্রাকৃতিক ও ক্ষণস্থায়ী। তবে মানুষ্যসৃষ্ট স্থায়ী জনদুর্ভোগ-ই মতিঝিলের গলার কাটা হিসেবে দেখছেন সবাই।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজেড/এসএইচ