ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে এমপি’কে হত্যার ষড়যন্ত্র মামলায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, নভেম্বর ৩, ২০১৬
ঝিনাইদহে এমপি’কে হত্যার ষড়যন্ত্র মামলায় গ্রেফতার ২

ঝিনাইদহ: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ষড়যন্ত্র মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী কাউছার আলী ও নিয়ামতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, সংসদ সদস্য আনোয়ারুলকে হত্যা প্রচেষ্টায় বুধবার (০২ নভেম্বর) তার ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় পাঁচজনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

পরে দুপুরে অভিযান চালিয়ে কাউছার আলী ও আবু সাঈদকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।