ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢামেকে তরুণী ধর্ষণের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, নভেম্বর ৩, ২০১৬
ঢামেকে তরুণী ধর্ষণের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ( ঢামেক) আনসার সদস্য কর্তৃক তরুণী ধর্ষণের ঘটনায় ঢামেকের সহকারী পরিচালক ডা. জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক ডা. মোজাম্মেল হক ও ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা এ কে এম মাজহারুল।

বৃহস্পতিবার (নভেম্বর ৩) বিকেলে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন উপ-পরিচালক খাজা আব্দুল গফুর।

এদিকে তরুণী ধর্ষণের জেরে ঢামেকের নিরাপত্তায় নিয়োজিত থাকা পুরোনো আনসার সদস্যদের সরিয়ে নতুন সদস্যদের আনা হচ্ছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালে আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুল রউফ ও নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এজেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।