ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝালকাঠিতে মেজবা ‘হত্যার’ বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, নভেম্বর ৩, ২০১৬
ঝালকাঠিতে মেজবা ‘হত্যার’ বিচার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ঝালকাঠি জেলা ছাত্রলীগ সদস্য ও বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্র গোলাম মাওলা মেজবার ‘হত্যার’ বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নিহত মেজবার সহপাঠী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন, ঝালকাঠি মানবাধিকার কমিশনের সভাপতি আবু সাঈদ খান, স্থানীয় সাংবাদিক পলাশ রায়, ছাত্রলীগ সভাপতি সফিকুল ইসলাম, নিহত মেজবার ভাই মো. জুয়েল প্রমুখ।

বক্তারা মেজবা ‘হত্যার’ ঘাতক বাসচালকের বিচার ও মালিক সমিতির প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান।

গত ২৭ অক্টোবর ঝালকাঠি-রাজাপুর সড়কে ঐশি পরিবহনের একটি বাসের চাপায় রাস্তায় ছিটকে পড়ে প্রাণ হারায় গোলাম মাওলা মেজবা। আর এ ঘটনায় বাসটির চালককে ঘাতক হিসেবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
এমএস/এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।