ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রংপুরে শ্রমিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, নভেম্বর ৩, ২০১৬
রংপুরে শ্রমিদের ৭ দফা দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: বেতন-ভাতা বাড়ানোসহ সাত দফা দাবি আদায়ে রংপুর জেলা রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী রেস্তরাঁ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় তাদের দাবি আদায় না হলে ধর্মঘটেরও হুমকি দেন শ্রমিক নেতারা।

রেস্তরাঁ শ্রমিকদের সাত দফা দাবিগুলো হলো- বাংলাদেশ শ্রম আইন, শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয় পত্র দেওয়া। আট ঘণ্টা অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ হারে মজুরি দিতে হবে। সাপ্তাহিক ছুটি, কল্যাণ তহবিল মালিক শ্রমিকের সমন্বয়ে করতে হবে। বর্তমান দ্রব্য মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে মজুরি বাড়ানো ও পরিচয়পত্র ছাড়া কাজে নিয়োগ করা যাবে না।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- রংপুর জেলা শাখার শ্রমিকসহ রংপুর রেস্তরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।