ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হরিপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, নভেম্বর ৩, ২০১৬
হরিপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শাহজাহান আলী ওরফে মিলু (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল ১১টায় ওই উপজেলার গেদুরা ইউনিয়নের উত্তর সোনামতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আনছারডাঙ্গী গ্রামের সেন্টু মিয়ার সঙ্গে জামাল উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ওই বিরোধপূর্ণ জমির ধান কাটতে যায় সেন্টু মিয়ার লোকজন। এসময় প্রতিপক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহত সেন্টু মিয়া বলেন, আমরা জমির ধান কাটতে গেলে সেসময় জামালের পক্ষের লোকজন হামলা চালায়।

গেদুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।