ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে অটোরিকশা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, নভেম্বর ৩, ২০১৬
লক্ষ্মীপুরে অটোরিকশা থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে গিয়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলার দক্ষিণ তেমুহনী এলাকার মার্কাজ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি অটোরিকশা ওই এলাকায় পৌঁছার পর হঠাৎ করে অটোরিকশায় বসে থাকা এক বৃদ্ধ পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আনোয়ার হোসেন বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।