ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আইন অমান্যে ঢাকা ট্রাফিক বিভাগের ৩৭১২ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, নভেম্বর ৩, ২০১৬
আইন অমান্যে ঢাকা ট্রাফিক বিভাগের ৩৭১২ মামলা ছবি: প্রতিকী

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় আইন অমান্য করে রাস্তায় মোটরযান চালানোর অপরাধে ৩ হাজার ৭শ’ ১২টি মামলা ও ৬ লাখ ২৯ হাজার ৯শ’ ৫০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (০২ নভেম্বর) গাড়িতে হাইড্রোলিক হর্ণ, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল ও কালো গ্লাস ব্যবহারের দায়ে এসব মামলা ও জরিমানা করা হয়।

এসময় ৫৭টি গাড়ি ডাম্পিং ও ৪৮৬টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানান ডিএমপির সিনিয়র সহকারী কমিশনার (এসি, মিডিয়া) এএসএম হাফিজুর রহমান।

তিনি বলেন, এসব জরিমানার মধ্যে ট্রাফিক উত্তর বিভাগ এক লাখ ৫৮ হাজার ১শ’ টাকা, ট্রাফিক দক্ষিণ বিভাগ এক লাখ ৮১ হাজার ২শ’ টাকা, ট্রাফিক পূর্ব বিভাগ এক লাখ চার হাজার ৮শ’ টাকা ও ট্রাফিক পশ্চিম বিভাগ এক লাখ ৮৫ হাজার ৮শ’ ৫০ টাকা জরিমানা আদায় করে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
পিএম/এসটি/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।