ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গ্যাসের আগুনে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, নভেম্বর ৩, ২০১৬
গ্যাসের আগুনে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের আগুনে স্ত্রী জেসমিন (৪০) ও তার স্বামী আজাদের মৃত্যু হয়েছে। এনিয়ে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ভোরে জেসমিন ও দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আজাদের তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় অগ্নিদগ্ধ আরো দুইজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

২৮ অক্টোবর একই ঘটনায় জেসমিন আক্তারের ছেলে রনি (১০) ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার (২২ অক্টোবর) সকালে গ্যাস লিক করে আগুন লেগে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হন।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬, আপডেট: ১২৫০ ঘণ্টা
এজেডএস/এএটি/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।