ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাভারে বাল্যবিয়ের অভিযোগে বর-কনে আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, নভেম্বর ৩, ২০১৬
সাভারে বাল্যবিয়ের অভিযোগে বর-কনে আটক

সাভার, ঢাকা: সাভারে বাল্য বিয়ের অভিযোগে বর ও কনেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাভার মডেল থানা পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, বুধবার রাতে দক্ষিণ রাজাশন এলাকায় সরওয়ার হোসেনের মেয়ে রাবেয়া আক্তার রিনি (১৫) ও তাজুল ইসলামের ছেলে মোস্তফা কামাল অপুর (২৬) বাল্য বিয়ে হয়। পরে পুলিশ সকালে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে বর ও কনেকে আটক করে। এ ঘটনার পর থেকে বর ও কনের বাবার বাড়ির লোকজন পলাতক রয়েছে।

সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীন বাংলানিউজকে জানান, তদন্ত করে বর ও কনের বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।