ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কামরাঙ্গীরচরে ‌উদ্ধার যুবকের ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৪, অক্টোবর ৩০, ২০১৬
কামরাঙ্গীরচরে ‌উদ্ধার যুবকের ঢামেকে মৃত্যু

ঢাকা: কামারাঙ্গীরচরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

রোববার (৩০) অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে মারা যান ওই যুবক।

এর আগে কামরাঙ্গীরচরের টেকেরহাটি চিনির বাড়ি এলাকায় ‍তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা।

লতা নামে স্থানীয় এক নারী বলেন, ভোরে হঠাৎ একটা শব্দ পাই, কোনোকিছু পড়ে যাওয়ার শব্দের মতো। ঘর থেকে বের হয়ে দুই বাড়ির মাঝে একজনকে পড়ে থাকতে দেখি।

অচেতন অবস্থায় স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় বলেও জানান লতা।

সংবাদ পেয়ে মৃত যুবকের স্বজনরা হাসপাতালে যেয়ে তার পরিচয় শনাক্ত করেন। নিহত যুবকের নাম সম্রাট (১৯), পিতা আব্বাস মিযা। বাড়ি রাজবাড়ী জেলায়।

তার বড় ভাই লাশ শনাক্ত করেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এজেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।