ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পবায় ছয় হাজার মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, অক্টোবর ২৯, ২০১৬
পবায় ছয় হাজার মিটার কারেন্ট জাল জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার বেরপাড়া গ্রামে ছয় হাজার মিটার কারেন্ট জাল ও আট কেজি মা ইলিশ মাছ জব্দ করেছে প্রশাসন।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে পবার বেড়পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, উপজেলা মৎস্য অধিদফতর ও বিজিবির সহায়তায় পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় প্রায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের ছয় হাজার মিটার কারেন্ট জাল ও আট কেজি মা ইলিশ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জালগুলো আগুনে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন।

এছাড়া জব্দ হওয়া ইলিশগুলো পবা সেফহোমে পাঠানো হয় বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
এসএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।