ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দেশে ফিরলো ভারতে পাচার ৪ নারী-শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৮, অক্টোবর ২৮, ২০১৬
দেশে ফিরলো ভারতে পাচার ৪ নারী-শিশু

বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া চার নারী ও শিশুকে আটকের তিন বছর পর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

পরিবারের কাছে পৌঁছে দিতে ওই নারী ও শিশুদের নিজেদের হেফাজতে নিয়েছে যশোর রাইটস নামে একটি এনজিও সংস্থ‍া।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ভারত সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা স্বদেশে ফেরত আসে।

ফেরত আসা নারী-শিশুরা হলেন, পিরোজপুরের মাকুল বেগম (৩৫), নড়াইলের শিপন মোল্লার ছেলে মেহেদী হাসান (১৩), বাগেরহাটের রফিক শেখের ছেলে মিরাজ শেখ (১৫) ও ঢাকার উত্তরার আব্দুল গনির ছেলে মোহাম্মদ জনি (১৭)।

বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে যশোর রাইটস তাদের গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এজেডএই/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।