ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডিজিটাল অ্যাওয়ার্ড পেলেন কোটালীপাড়ার ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৫, অক্টোবর ২৪, ২০১৬
ডিজিটাল অ্যাওয়ার্ড পেলেন কোটালীপাড়ার ইউএনও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: তথ্য প্রযুক্তির মাধ্যমে উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের নাগরিক সেবায় বিশেষ অবদানের জন্যে ডিজিটাল অ্যাওয়ার্ড পেয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলাল হোসেন।

 

 
দেশের শ্রেষ্ঠ ইউএনও হিসেবে আইসিটি ডিজিটাল পুরস্কার পেয়েছেন তিনি।

রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যশনাল কনভেনশন সেন্টারে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত।

এ সময় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ নেপালের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী, ভুটানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী, সৌদি আরবের উপমন্ত্রী ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।