ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে বাসায় ঢুকে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, অক্টোবর ২৪, ২০১৬
ঝিনাইদহে বাসায় ঢুকে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝিনাইদহ শহরে বাসায় পূজা (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে লিটু হোসেন (২২) নামে এক বখাটে যুবক।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ শহরের উপশহর পাড়ায় এ ঘটনা ঘটে।

পূজা ঝিনাইদহ জমিলা খাতুন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে ঝিনাইদহ উপশহর পাড়ার বিপুল কুমার মজুমদারের মেয়ে।

মেয়ের মা শিখা মজুমদার বাংলানিউজকে বলেন, বখাটে লিটু বেশ কিছুদিন ধরে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। এক পর্যায়ে মেয়ে তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় লিটু আমাদের বাসায় এসে মেয়েকে হত্যার উদ্দেশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত পূজাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে।  

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত বখাটে লিটুকে আটকের চেষ্টা চলছে।

এর আগে, প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় (০৩ অক্টোবর, সোমবার) সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে খাদিজা আকতার নার্গিসকে প্রকাশ্যে ক‍ুপিয়ে জখম করে বখাটে বদরুল আলম। নার্গিস রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।