ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাগাতিপাড়ায় প্রতারণার দায়ে ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, অক্টোবর ২৪, ২০১৬
বাগাতিপাড়ায় প্রতারণার দায়ে ২ জনের কারাদণ্ড

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে আব্দুর রহিম (৪৫) ও সুলতান মাহমুদ (২৮) নামে দুই প্রতারককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার ( ২৪ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ফরহাদ আহমদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত সুলতান মাহমুদ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খেরুয়াজংলী গ্রামের আব্দুর রশিদের ছেলে ও আব্দুর রহিম একই জেলার এনায়েতপুর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা।

ইউএনও খোন্দকার ফরহাদ আহমদ বাংলানিউজকে জানান, আব্দুর রহিম নাটোরের হয়বতপুর এলাকার রেন্টুর ছেলে প্রান্তকে (১৮) সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে তার স্বাক্ষরিত দু’টি ব্লাংক চেক ও তিনটি ১০০ টাকা মূল্যের স্ট্যাম্প হাতিয়ে নেন। এতে শর্ত দেওয়া হয় চাকরি হলে তাকে ১০ লাখ টাকা দিতে হবে।
 
অপরদিকে, একই কায়দায় সুলতান মাহমুদ পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর গ্রামের ইউনুস আলীর ছেলে সোহানুর রহমানের (১৮) কাছ থেকে ৮ লাখ টাকা চুক্তির ভিত্তিতে তার স্বাক্ষরিত দুইটি ব্লাংক চেক ও তিনটি ১০০ টাকা মূল্যের স্ট্যাম্প হাতিয়ে নেন।

পরে বিষয়টি তারা এক সেনা সদস্যকে জানান। এরপর বিকেলে অভিযান চালিয়ে ওই দুইজনকে উপজেলার দয়ারামপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করা হয়।

পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।