ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

ননী-তাহেরের ফাঁসির রায়ের জন্য অপেক্ষায় মুক্তিযোদ্ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, ফেব্রুয়ারি ২, ২০১৬
ননী-তাহেরের ফাঁসির রায়ের জন্য অপেক্ষায় মুক্তিযোদ্ধারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেত্রকোনার আতাউর রহমান ননী ও ওবায়দুল হক তাহেরের ‘ফাঁসির’ রায়ের জন্য অপেক্ষায় রয়েছেন মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে মোক্তারপাড়ার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে তারা অবস্থান নিয়ে আছেন।



জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড নুরুল আমিন, সহকারী ইউনিট কমান্ডার আক্কাস আলী আহমদ, সাক্ষী আব্দুল হামিদ, সিদ্দিকুর রহমানসহ জেলার সব মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন।

এ সময় তারা সর্বোচ্চ শাস্তি হিসেবে ট্রাইব্যুনালের কাছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।