ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে পুলিশের অভিযানে মাদকসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৭, ফেব্রুয়ারি ২, ২০১৬
বরিশালে পুলিশের অভিযানে মাদকসহ আটক ৩ ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল নগরীতে পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়।



পুলিশ জানায়, রাতে এয়ারপোর্ট থানার ৫ নং ওয়ার্ডের নবগ্রাম রোডের ধর্মাদী মাদ্রাসার পশ্চিম পাশে অভিযান চালিয়ে মো. আইয়ুব আলী হাওলাদার নামে একজনকে ২শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

অপর এক অভিযানে রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি মডেল থানার ১০ নং ওয়ার্ডের বান্দ রোড জেলা খাদ্য গোডাউনের সামনে থেকে মো. শরীফ আমিনুর হক ওরফে শরীফ সুমন ও শ্রী শন্তু পালকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

পৃথক অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।