ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

ফুটপাত থেকে আবাসিক হোটেল মালিকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৯, ফেব্রুয়ারি ২, ২০১৬
ফুটপাত থেকে আবাসিক হোটেল মালিকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর দারুসসালাম থানাধীন টোলারবাগ এলাকা থেকে মোহাম্মদ জুনায়েদ (৪২) নামের এক আবাসিক হোটেল মালিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০২ জানুয়ারি) ভোর ৬টায় ওই এলাকার একটি নবনির্মিত মসজিদ সংলগ্ন ফুটপাত থেকে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।



ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাইয়ুম উজ্জামান বাংলানিউজকে বলেন, এক হোটেল মালিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

একই ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাসুদ আহমেদ বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান এডিসি মাসুদ আহমেদ।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এনএইচএফ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।