ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

সাটুরিয়ায় অগ্নিকাণ্ড, ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২১, ফেব্রুয়ারি ২, ২০১৬
সাটুরিয়ায় অগ্নিকাণ্ড, ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি স’মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ রয়েছে।



মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড সংলগ্ন ‘স্বরুপ’ স’মিলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও বেসরকারি অগ্নিনির্বাপক সংস্থা রাইজিংয়ের একটি করে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান বাংলানিউজকে জানান, স’মিলটির পাশে বা কাছে কোনো পুকুর বা জলাধার নেই। যার ফলে ঢাকা-আরিচা মহাসড়কের বিপরীত পাশ থেকে পানি আনতে হচ্ছে। এ কারণেই এই মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ রয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বাবুল চৌধুরী বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গাড়ি পাঠানো হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।