ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, ফেব্রুয়ারি ১, ২০১৬
গাজীপুরে ইটভাটার মালিককে লাখ টাকা জরিমানা ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মী এলাকায় লাইসেন্সহীন ইট উৎপাদন ও বিক্রির দায়ে ফকির ব্রিকস নামে এক ইটভাটার মালিক মো. রাজু ফকিরকে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা কমিশনার (ভূমি) মো. মাসুম রেজা এই জরিমানা করেন।



তিনি বাংলানিউজকে জানান, লাইসেন্সহীন ইট উৎপাদন ও বিক্রির দায়ে ওই ইটভাটার মালিক রাজু ফকিরকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।